কালাইয়ে কো-অপারেটিভ ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে শিক্ষক-কর্মচারীদের আর্থিক সহায়তা ও উন্নয়নের লক্ষ্যে পরিচালিত কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান।
সভায় ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মোঃ শামীম রেজা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে সংস্থার সার্বিক কার্যক্রম, আর্থিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুল হক, ট্রেজারার মোঃ মতিয়র রহমান, ডিরেক্টর মোঃ আনতাজ আলী মন্ডল, ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম ও উপজেলা ম্যানেজার মোখলেছুর রহমান।
বক্তারা ক্রেডিট ইউনিয়নের সাফল্য, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এই প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সুরক্ষা প্রদান এবং সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধান অতিথি মোঃ হাফিজুর রহমান বলেন, “একটি সমবায় ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান কেবলমাত্র সঠিক পরিচালনা ও স্বচ্ছতার মাধ্যমে টেকসই হতে পারে। কালাই উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এই নীতিতে পরিচালিত হওয়ায় এটি আজ সফলতার শিখরে পৌঁছেছে।”
সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিন তার বক্তব্যে বলেন,আমাদের লক্ষ্য শিক্ষক- কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই সংগঠন আরও সমৃদ্ধ হবে।”
সভা শেষে সদস্যদের মাঝে লভ্যাংশ বিতরণসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।