কালাইয়ে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
‘দেশ প্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালাই দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে বিতর্কের পক্ষে অংশগ্রহণ করেন কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে অংশগ্রহণ করেন মোলামগাড়িহাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
দুর্নীতিবিরোধী বির্তক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. মনোয়ারুল হাসান। বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল মান্নান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলজার হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার তাজমিনুল ইসলাম।
বিতর্ক প্রতিযোগিতায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা বিজয়ী হোন।