নির্বাচন না দিয়ে ভিন্নপথ খুজলে বাংলাদেশে আবারও আগুন জ্বলে উঠবে
অনলাইন ডেস্ক:
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্যে করে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হারুন অর রশিদ হারুন বলেছেন, আপনারা যারা সরকারে আছেন সরকারকে উপলব্ধি করান, যে ভিন্নপথ খুজেননা। তাহলে বাংলাদেশে আবারও আগুন জ্বলে উঠবে। পালাতে বাধ্য হবেন। রমজানের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। না হলে রমজানের পরে বৃহত্তম কর্মসূচি নিয়ে নামবে বিএনপি।
২৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্দ্ধগতি, আইনশৃঙ্খলা অবনতি ও দ্রুত নির্বাচনের রোড ম্যাপের দাবিতে এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্ষমতায় থেকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাত্রদের নিয়ে রাজনৈতিক দল গঠন করার পায়তারা করছেন। এটি জনগন কোনভাবেই মেনে নিবেনা। উপদেষ্টা থেকে বেরিয়ে দল করুন আমরা মেনে নিব। সরকারের ছত্রছায়ায় থেকে দল গঠন করতে চান তাহলে জনগণ পিঠের চামড়া রাখবেনা।
জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ফয়সল আলীম।
জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, পাঁচবিবি থানা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম ডালিম, কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহীম হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির আহবায়ক খালেদুল মাসুদ আনজুমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত পারভীন বানু রুলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।