জয়পুরহাটে কিশোর গ্যাং ও মাদক রোধে আলোচনা সভা

অনলাইন ডেস্ক:

কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার দাদরা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি নূর-ই আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, হাইকোর্ট বিভাগের আইনজীবী এ্যাডঃ শাহ আখতারুজ্জামান বাবু, আইডিইবির সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম সবুজ ও দাদরা স্কুলের প্রধান শিক্ষক ছাদেকুল ইসলাম।

অনুষ্ঠানে কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিবাহ ও মাদকের ভয়াবহ দিক তুলে ধরে এসব সমস্যা থেকে মুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *