জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ

অনলাইন ডেস্ক:

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

টূর্ণামেন্টে সবুজ নগর ক্রিকেট ক্লাবকে ৩০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট ক্রিকেট সেন্টার। সোমবার বিকেলে জয়পুরহাট চিনিকল মাঠে এ টি-টুয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

ক্লাব কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টি টুয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্টের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান বিপ্লব, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, টূর্ণামেন্ট এর  সদস্য আল কাউসার জনি, ত্রিনয় সওদাগর, ক্রিকেট কোচ আসিফ শাহরিয়ার প্রমুখ।

এসময় অতিথিরা  বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে। এবার ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টে ৬টি দল অংশগ্রহণ করছিল।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *