জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের অয়োজনে ২দিন ব্যাপী তারুন্যের উৎসব পালিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের অয়োজনে জাকজমক পূর্ণভাবে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যে দিয়ে তারুন্যের উৎসব উপলক্ষে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বির্তক, কুইজ, চিত্রাঙ্কন, দেয়ালিকা তৈরি, শ্রেণিতে অবস্থান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাইমেনা শারমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, শহর জামায়াতের আমীর মাও: আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান প্রধান উজ্জল, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ প্রধান সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম ও আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ সনদ ও বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।