উপজেলা প্রকৌশলীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে প্রকৌশলীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক:

উপজেলা প্রকৌশলীদের উপর অব্যাহত হামলা ও হুমকির প্রতিবাদে বুধবার সকাল সাড়ে ১০ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে প্রকৌশলীদের মানববন্ধন ও কর্মবিরতি কর্মসুচি পালন করেছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসানের উপর তার অফিস কক্ষে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং তাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার উপজেলা প্রকৌশলীসহ তার সহকর্মীদের উপজেলা প্রকৌশলীর অফিসকক্ষে তালাবদ্ধ করে হয়রানি এবং ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এ কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার আকবর আলী মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মহিদুল ইসলাম বিভিন্ন দপ্তরের প্রধানগনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অপর দিকে জয়পুরহাট এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাহ আলম ও সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ এর নেতৃত্বে এলজিইডি চত্বরে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী নিয়ে একই দাবিতে অনুরুপ কর্মসূচী পালন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্ন সময় উপজেলা প্রকৌশলীসহ তাদের অধস্তন সহকর্মীদের উপর বার বার সন্ত্রাসী হামলা এবং উপজেলা প্রকৌশলীগণের জীবনের নিরাপত্তা প্রদান এবং কর্মক্ষেত্রে সকল স্তরের কর্মচারিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে এই মানববন্ধন এবং অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *