বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

অনলাইন ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীরা। এ দাবিতে বৃহস্পতিবার  সন্ধ্যা ৭টায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটারমোড় হয়ে জিরো পয়েন্ট এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম ও রিমু হোসেন। এ সময় শিক্ষার্থী শাকিল ইসলাম, শাহিন হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রিমু হোসেন বলেন, এই কমিটি করে ছাত্রলীগের পুনর্বাসন করা হয়েছে। সদস্য সচিবের গুরুত্বপূর্ণ পদে বিগত ১৬ বছরে যারা ছাত্রলীগের দালালি করেছে, ডামি নির্বাচনে সহায়তা করেছে, তাদের নিয়ে এই কমিটি দেওয়া হয়েছে। এতোই আকাল পড়েছে যে ছাত্রলীগ দিয়ে কমিটি দিতে হবে?

ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে যারা ছিলাম তাদের কোনভাবেই কমিটিতে রাখা হয়নি। আমাদেরকে জানানোও হয়নি। ফেসবুকের মাধ্যমে জানতে পারি। এটা হতাশার বিষয়। আমাদের ভাইয়েরা প্রথম থেকে আন্দোলন করে বিজয় পর্যন্ত ছিল তারা কেউ এ কমিটিতে নাই। আপনারা সেসময়কার ফুটেজ দেখেন। নতুন করে ঘোষণা করা এই অবৈধ কমিটি আমরা মানি না। এই কমিটি বাতিল করতে হবে।

এরআগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল জয়পুরহাট জেলা কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষণার পরেরদিন ২৬ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে কমিটি বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *