মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক:
মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। জয়পুহাট শহর ও সদর উপজেলার উদ্যোগে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান হতে মিছিল শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বাটার মোড়ে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান সাইদ। তিনি বলেন, “রমজান মাস মুসলমানদের জন্য সংযমের মাস। কিন্তু অসাধু ব্যবসায়ীদের কারণে এই মাসে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বাড়ে। সরকার যদি যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে মানুষ চরম দুর্দশায় পড়বে। তিনি প্রশাসনকে বাজার নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা রাখার আহবান জানান।”
এছাড়া সমাবেশে উপস্হিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ, শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার, সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা শাহ আলম দেওয়ান, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নাল আবেদিন, শহর সেক্রেটারি মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে জেলার আরও চার উপজেলায় একই দাবীতে অনুরুপ কর্মসূচি পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলায় উপজেলার আমীর মাওলানা সুজাউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া ও বিশেষ অতিথির বক্তব্য দেন সদর আমীর মাওলানা ইমরান হোসেন। আক্কেলপুর উপজেলায় উপজেলার আমীর মাওলানা শফিউল হাসান এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ। কালাই উপজেলায় উপজেলার আমীর মুনসুর রহমান এর সভাপতিত্বে বক্তব দেন জেলা সহকারী সেক্রেেটারি হাসিবুল আলম লিটন। ক্ষেতলাল উপজেলায় উপজেলার আমীর মাওলানা আমিনুর ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি এস এম রাশেদুল আলম সবুজ।