কালাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে সড়ক দুর্ঘটনায় নাবিউল ইসলাম (৩৫) নামের শ্রম বিভাগের এক কর্মকর্তা নিহত হয়। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) মোলামগাড়ীহাট বাজার এলাকায় বগুড়া-বটতলী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। নাবিউল চক-নয়াপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি বগুড়া শ্রম বিভাগে কর্মরত ছিলেন।
এলাবাসী সুত্রে জানা যায় ,রাত ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে মোলামগাড়ীহাট বাজারের উদ্দেশ্যে বের হন নাবিউল। বাজারে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ হোসেন বলেন,ঘটনাস্থলে গিয়ে নাবিউলের মৃতদেহ উদ্ধার করা হয়।তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।