জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
অনলাইন ডেস্ক:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস অডিটোরিয়ামে ”অধিকার, সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাট এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাটের উপ পরিচালক লায়লুন নাজমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, পাবলিক প্রসিকিউটর এ্যাড. শাহানুর রহমান শাহীন, ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক,নারী উদ্যোক্তা জাহেদা কামাল প্রমুখ।