জয়পুরহাটের সিভিল সার্জন এর ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহাল এর জন্য মানববন্ধন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. মুহা: রুহুল আমিন এর ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহাল এর জন্য পৃথক ৩টি ব্যানারে বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে রাস্তায় মানববন্ধন করেছে জয়পুরহাট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগন, জয়পুরহাট ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এবং জয়পুরহাট স্বাস্থ্য বিভাগ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়পুরহাট এর স্বাস্থ্য বিভাগের উন্নয়নকামী মানুষ সিভিল সার্জন ডা. মুহা: রুহুল আমিন এর পরিবর্তে নতুন নিয়োগকৃত ডা. স্বপন কুমার বিশ্বাস ফ্যাসিস্ট আওয়ামী চিকিৎসক সংগঠন স্বাচিপ এর একনিষ্ঠ কর্মী এবং প্রাক্তন ছাত্রলীগকর্মী, ফ্যাসিস্ট এর দোসরকে জয়পুরহাটে মেনে নেওয়া হবে না। ডাঃ স্বপন কুমার বিশ্বাস খুনি, স্বৈরাচার, শেখ হাসিনা ও আওয়ামী ফ্যাসিবাদের একজন দোসর। তাঁকে আমরা এখানে বসতে দিবনা। তারপরও যদি কেউ কোন অপচেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।
ডা. মুহা: রুহুল আমিন বাংলাদেশের সেরা স্বাস্থ্য প্রশাসকদের একজন। তার প্রাক্তন কর্মস্থল নওগাঁর সাপাহার উপজেলাকে শ্রেষ্ঠ স্বাস্থ্যকমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সেই আলোকে জয়পুরহাটে যোগদানের পর থেকেই তিনি জেলার স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়াও উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তার সার্বিক তত্বাবধানে দৃশ্যমান পরিবর্তনও হয়েছে।
এদিকে তিনি জয়পুরহাট জেলায় স্বাস্থ্য সেবা সহজীকরণের লক্ষে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে মাত্র ২শ টাকায় এম্বুলেন্স সার্ভিস চালুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আরো নতুন নতুন উদ্যোগ গ্রহন করেছে। তার এসব সার্বিক কার্যক্রম বিবেচনায় এবং জেলা বাসী স্বাস্থ্য সেবার সুফল পেতে স্বাস্থ্য উপদেষ্টার নিকট অবিলম্বে ওএসডি আদেশ প্রত্যাহার ও পুনঃবহাল এর দাবী জানান বক্তারা।
বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলেন, ২০২৪শের মহান জুলাই-আগষ্টের ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানী করা,আন্দোলনের বিপক্ষে অবস্থানকারী এই আওয়ামী গোলামকে সিভিল সার্জন হিসাবে জয়পুরহাট যোগদান করতে দেয়া হবে না। তাকেই ওএসডি করা দরকার। শুধু তাই নয় দেশ ও জনগনের সাথে প্রতারনার দায়ে তার চাকুরি হতে বরখাস্ত ও বিচার হতে হবে। অপর দিকে বর্তমান সিভিল সার্জন ডা. মুহা: রুহুল আমিন মহান জুলাই-আগস্ট বিপ্লবের অন্যতম সমর্থক ও সৎ মানুষ।
বক্তারা আরো বলেন, যে মানুষটা জুলাই-আগষ্ট বিপ্লবে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও সহযোগীতায় নিবেদিত প্রাণ ছিলো এবং আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতার পক্ষে কাজ করলো তাকেই ওএসডি করা হলো। আর সেই স্থানে একজন ফ্যাসিস্ট, আওয়ামী লুটেরা, স্বাচীপের নেতাকে বসানো অপচেষ্ঠা করা হচ্ছে। জয়পুরহাট বাসী এটা মেনে নিবে না। আমাদের সন্দেহ হয়তো স্বাস্থ্য বিভাগে এখনও কোন কোন চেয়ারে আওয়ামী ফ্যাসিস্ট বসে আছে আর তারাই পরিকল্পিত ভাবে দেশের স্বাস্থ্য বিভাগে নতুন করে গোলমাল লাগানোর অপচেষ্টা করে যাচ্ছে।
মানববন্ধন চলা কালে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোবাশের আলী শিহাব, সদস্য সচিব নিয়ামুল রহমান নিবির, সদস্য নার্সিং শিক্ষার্থী ইয়াসির আরাফাত, সংগঠক সাইফ হাসান রাফি, ডা: সোহেল রানা, সাধারণ নাগরিক ইমরান হোসাইন সহ অন্যান্যরা।