জয়পুরহাটে পদ্মা ফিডের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে পদ্মা ফিড এন্ড চিকস্ লিঃ এর সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে  মাফু ট্রেডার্স, অর্পন এন্টারপ্রাইজ, মের্সাস একরামুল হক,মাইশা ট্রেডার্স , হারুন এন্টারপ্রাইজ, মমতাজ ট্রেডার্স  এর আয়োজনে জয়পুরহাট সদর উপজেলার খামারী ও ডিলারদের  নিয়ে থানা রোডে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয় ।

পদ্মা ফিড এন্ড চিকস্ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মমতাজ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন  পদ্মা ফিড এন্ড চিকস্ লিঃ এমডি ও জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি  আনোয়ারুল হক আনু।

এসময় বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ  কর্মকর্তা  ডা: মহির উদ্দীন, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক  মাসুদ রানা, ইসলামি ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান,আইএমএমএম এর ভারপ্রাপ্ত পরিচালক ড. নাজিম জামান প্রমুখ। ইফতার মাহফিলের পর ডিলার ও পোল্ট্রি ফিড মালিক গনকে পুরস্কৃত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *