আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠের বই পুরস্কার পেলেন ১৫ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: 

প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি আলী যাকেরের স্মরণে ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ’ কর্মসূচির আওতায় জয়পুরহাটের ১৫ জন শিক্ষার্থী বই পাঠ পেলেন।

সোমবার (১০মার্চ) দুপুরে জেলার কালাই উপজেলার পুনটে অবস্থিত আব্দুল লতিফ স্মৃতি পাঠাগার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের বই পাঠ দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বই বিতরনের উদ্বোধন করেন শিক্ষক ও সংস্কৃতিজন আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের গীতিকার ও কণ্ঠশিল্পী মশিউল আজম মন্টু চৌধুরী ও পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমুখ।

আলী যাকের ৩য় মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ কর্মসূচির আওতায় সারাদেশে ৫০টি পাঠাগারে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ চলছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *