কালাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাই উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ)সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরুজ্জামান, কালাই থানার ভারপ্রাপ্ত (ওসি) জাহিদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মুনছুর রহমান, বিএনপি নেতা আনিছুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, পুনট ইউনিয়ন পরিষদের পানেল চেয়ারম্যান মোরশেদ আলম,কালাই সাংবাদিক পরিষদের,সিনিয়র সহ সভাপতি মুনছুর রহমান, সহ প্রমুখ।
অত্র আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক, জুয়া, চুরি, বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা হয়েছে। ইউএনও মহোদয় এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখর জন্য সকলের কাছে সহযোগিতা চেয়ে তিনিআইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সমাপ্তি ঘোষনা করেন।