সাংবাদিকরা সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায়- সাইরুল

বগুড়া অফিস:

বগুড়ায় সাংবাদিকদের পরিচালিত মাটিডালী স্বেচ্ছাসেবী সংগঠন যুব ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ১১ই মার্চ ঙ্গলবার বেলা ১২টায় বগুড়া শহরের মাটিডাকী বিমান মোড়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও সাংবাদিক লিটনের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাইরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের শুধু চিত্রই তুলে ধরে না। তারা মানুষের পাশে দাঁড়ায়। প্রতিবছর এই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যায়। তারই ধারাবাহিকতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ নুর মহল জুয়েলার্স এর স্বত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ সেবক তাজ উদ্দিন আহম্মেদ সুমন। বিশেষ অতিথি হাসান জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী মেহেদী হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর মহিলাদল নেত্রী আয়েশা সিদ্দিকা শিরিন, বিশিষ্ঠ ব্যবসায়ী সাজু শেখ, মহাস্থানগড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, মহাস্থান প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসআই সুমন, প্রচার সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক সাখাওয়াত হোসেন জনি, রঞ্জু ইসলাম, মামুনুর রশিদ মামুন, মোঃ রাশেদ, সংগঠনের উপদেষ্টা তৈবুর মাস্টার, মিটুন, সহ সভাপতি শামিম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তানিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সম্পদ, সদস্য হারিজ পাইকাড়, জাকারিয়া, সজল, সদর উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন মুশফিকুর রহিম প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *