মোকামতলা মডেল প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া অফিস:

বগুড়ার শিবগঞ্জের মোকামতলা মডেল প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মোকামতলা ধানসিঁড়ি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি খালিদ হাসান। সাধারণ সম্পাদক ইফতেখায়রুল ইসলাম রানার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন, মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগম, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিএনপি নেতা রুহুল আমিন ফটু, ইসলামী ছাত্র শিবিরের মোকামতলা সাথী শাখার সভাপতি সাবিদুল ইসলাম সাব্বির।

এসময় শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলাম রবি, আমাদের প্রয়াস নিরন্তর (আপন) এর প্রতিষ্ঠাতা রশিদুর রহমান রানা, মহাস্থান প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী শিপন, মহাস্থান গড় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গোলজার হোসেন, মোকামতলা বালিকা বিদ্যালয়ের সভাপতি রাজু মিয়া, বিএনপি নেতা আব্দুস সালাম, আব্দুল লতিফ, সাজু মিয়া, জামায়াত নেতা শামীম হোসেন, শিবির নেতা আব্দুল আলিম,সাংবাদিক সোহাগ মিয়া, সৈকত হোসেন, নাহিদ হাসান, রিপন মিয়া, শিক্ষক রিমন মিয়া, আজিজুল বারী লিটন, ব্যবসায়ী এরশাদুল বারী, রানা মিয়া, জাহিদুল ইসলাম, মোকামতলা মডেল প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম, রফিকুল মাষ্টার, হারুনুর রশিদ লিটন, শফিউল আলম ডিউ, ওয়াসিম আকন্দ, মিনহাজ আলী, কনক দেব, তৌহিদ মন্ডল, রুহুল আমিন, সাবিত হোসেনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অর্ধ শতাধিক মানুষ উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *