কালাইয়ে ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাই উপজেলায় যাত্রীবাহী ভ্যান ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) বিকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বাঁশের ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
নিহত দুইজন হলেন—কালাই উপজেলার ভূগোইল গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল (৪০) ও একই গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে ইদ্রিস আলী(৬০)।
আহতরা হলেন—কালাই উপজেলার ভূগোইল গ্রামের ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দ ও কালাই উপজেলার বুরাইল গ্রামের আশরাফ আলী।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে গুরুতর আহত ভ্যানচালক নুরুল ইসলাম আকন্দকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, ভ্যান চালক নুরুল ইসলাম আকন্দ বাঁশের ব্রিজ এলাকা থেকে যাত্রী নিয়ে পুনট বাজারে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগামী প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে।