জয়পুরহাটে নিরাপদ খাদ্য কতৃপক্ষের অভিজান, ৩০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট জেলার ধানমন্ডি এলাকায় অবস্থিত  বনলতা সুইটস ও বেকারিতে অভিযান পরিচালনা করা হয়েছে। দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট এর যৌথ উদ্যোগে সেমাই কারখানায় এ অভিযান পরিচালনা করে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা  জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জয়পুরহাট নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এই সময় অভিযান পরিচালনা কালে উক্ত বেকারি পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্য সম্মত ছিল না। এছাড়াও খাদ্য কর্মীরা সেমাই তৈরির সময় হেড কাভার, মাস্ক, টুপি ও এ্যাপ্রন পরিধান না করেই অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত করা ও নিম্নমানের ঘি ব্যবহার এর প্রমাণ পাওয়া যায়। বেকারি খাদ্য উৎপাদনে অননুমোদিত রং এর ব্যবহার সহ আরো অনিয়ম পরিলক্ষিত হ‌ওয়ায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানকে জনস্বার্থে এই ধরনের নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য অফিসার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *