জয়পুরহাটে সেমাই কারখানায় অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার একটি সেমাই কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরী করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ওই সেমাই কারখানা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিকেলে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, ক্যাবের সভাপতি আঃ সালাম সরদার, ক্যাবের সদস্য তামিম হোসেন প্রমুখ।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম  জানান, আজকে এই বেকারিতে অভিযান পরিচালনা করা  হয়েছে। কারখানায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই  উৎপাদনের জন্য তাদের কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে এরকম অভিযান চলমান থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *