জয়পুরহাট আইবিডব্লিউএফ এর আলোচনা সভা ও ইফতার মাহফিল
অনলাইন ডেস্ক:
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় উল্লাস কমিউনিটি সেন্টারে ব্যবসায়ীদের সম্মানে মাহে রমজান ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুহা: হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর বগুড়া জোন সভাপতি সেলিম রেজা।
আইবিডব্লিউএফ এর জয়পুরহাট জেলার সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা ও আইবিডব্লিউএফ এর জয়পুরহাট জেলার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেনের যৌথ সঞ্চালনায় নিধারিত বিষয়ে বক্তব্য দেন পূর্ববাজার মসজিদের খতিব মুফতি মাও: সাইদুর রহমান, জয়পুরহাট জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. মামুনুর রশীদ, জয়পুরহাট-২ আসনের এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ, ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান, আল আরাফা ইসলামি ব্যাংকের জয়পুরহাট শাখার ব্যবস্থাপক মৌসুদুর রহমান, ইসলামি ব্যাংক পাঁচবিবি শাখার ব্যবস্থাপক সামিউল আলিম সরকার, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, মন্ডল এগ্রোর পরিচালক রাশেদুজ্জামান প্রমুখ। মাহফিলে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন ব্যাংকার সুধীজন সহ প্রায় ৪শ’ জন উপস্থিত ছিলেন। আইবিডব্লিউএফ সৎ ব্যবসায়ী তৈরির মাধ্যমে জনগনের মাঝে কাজ করার আহবান জানান।