গাজায় ইজরায়েলী বর্বরতার প্রতিবাদে পত্নীতলায় বিক্ষোভ মিছিল

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পত্নীতলায় সর্বস্তরের মুক্তিগামী তৌহিদী জনতার আয়োজনে নজিপুর বাস স্ট্যান্ডে সোমবার গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনের একটি বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

৭ই এপিল/২৫ বিশ্ব ব্যাপি মজলুম গাঁজাবাসীদের আহুত হরতালের সমর্থনে উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন পত্নীতলা শাখার সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় হেফাজতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার  সভাপতি ও নজিপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন খেলাফতে মজলিস পত্নীতলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার সেক্রেটারি নাজিব উদ্দিন চৌধুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা বরকতউল্লাহ, জামায়াতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার সহ-সেক্রেটারি আখতার ফারুক, হেফাজতে ইসলামী বাংলাদেশ পত্নীতলা শাখার অর্থ সম্পাদক কারী মোঃ ফজলুর রহমান, নওগাঁ জেলা পশ্চিমের তালিমুল কুরআন ফাউন্ডেশন এর উপদেষ্টা অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু সাঈদ, ছাত্র জনতার প্রতিনিধি মারুফ মোস্তফা, রাকিব হাসান প্রমুখ।

বক্তারা এসময় বলেন ফিলিস্তিনের গাজা ও রাফায় দখলদার ইসরায়েলি বাহিনীর নির্মম হামলায় শিশু, নারী সহ হাজার হাজার নিরপরাধ মানুষ শহীদ হয়েছেন। ফিলিস্তিন আজ মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। ইসরায়েলের মানবতাবিরোধী এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করছে, যা অত্যন্ত দুঃখজনক।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *