জয়পুরহাটে  ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

“দাওয়াত ও প্রশিক্ষণে মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গর্বিত হবে সমাজ, সফল হবে আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জয়পুরহাট তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. জুয়েল হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. তারেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদর্শ সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা অপরিসীম। দাওয়াত ও প্রশিক্ষণের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করতে হবে, জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাখার নেতৃবৃন্দ। তারা সংগঠনের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরে ছাত্রসমাজকে আদর্শবান ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজুয়ানুল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক মো. ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, সাবেক জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু, ঢাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মহিউদ্দিন খান এবং ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন।

সমাবেশে জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধি ও সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচির মধ্যে আলোচনা, প্রশিক্ষণ এবং সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এই সমাবেশের মাধ্যমে প্রতিনিধিরা নতুনভাবে অনুপ্রাণিত হয়ে সংগঠনের আদর্শ বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *