জয়পুরহাটে টিএসপিএল সিজন-৭ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট (টিএসপিএল) তেঘর স্কুল প্রিমিয়ার লীগ সিজন -৭ এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বিকেলে তেঘর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় ২০১৮ ব্যাচ ২০০৫ ব্যাচকে ৮৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য যে ২০১৮ ব্যাচ টানা ৬ বার বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।
প্রধান অতিথির বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) তৃপ্তি কণা মন্ডল।
অনুষ্ঠানে স্কুলের সাবেক সভাপতি ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ জাহিদ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোত্তালেব মন্ডল, স্কুলের সাবেক ছাত্র খালেদ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও সাংবাদিক ইসমাইল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএসপিএল পরিচালনা কমিটির সদস্য রমজান আলী ডালিম, সোহেল রানা, টিএসপিএল প্রথম প্রক্ষেপকারী ইমরান হোসেন, সাবেক ছাত্র ও সদস্য ফয়সাল মাহমুদ সোহাগ, মুরাদুজ্জামান রকি, রাকিবুল হাসান রাকিব, মোহতেসাম রেজাসহ টিএসপিএল খেলায় অংশগ্রহণ কারী সকল দলের খেলোয়াড়বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কণা মন্ডল বলেন, যুব সমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক চর্চার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই রকম আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।