বগুড়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় নিহত ১ জন
বগুড়া অফিস:
বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন পীরগাছা নামক স্থানে ৯ এপ্রিল, বালুবাহী ট্রাকের ধাক্কায় এক জন নিহত হন। ধারণাকরা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী থেকে নিহতের পরিচয় পাওয়া যায় নাম- মোঃ প্রিন্স (১২), পিতা- মোঃ রোমান, গ্রাম- মোমিন খাদা, উপজেলা- গাবতলী, জেলা- বগুড়া।