তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা। তিনি তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

জানা গেছে, তিলকপুর উচ্চ বিদ্যালয়ে গত ৬ এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক ক্যাটাগরিতে দিন ব্যাপী শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহন করা হয়। ওই দিন মো. গোলাম মোস্তফা ১৯৬ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করে অভিভাবক সদস্য নির্বাচিত হন। পরে গত ১২ এপ্রিল বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে সভাপতি নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরির ৯ জন সদস্যদের মধ্যে ভোট গ্রহন সম্পন্ন হয়। এতে মো. গোলাম মোস্তফা ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ, আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, বিএনপি নেতা আমিনুর রশিদ ইকু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক বাদশা আলম।

এ বিষয়ে তিলকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অত্র বিদ্যালয়ের নব নির্বাচিত অভিভাবক সদস্য মো. গোলাম মোস্তফা সভাপতি নির্বাচিত হয়েছেন।

প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী বলেন, গত ১২ এপ্রিল স্বচ্ছ ভোটের মাধ্যমে মো. গোলাম মোস্তফাকে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ৭ দিনের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডে কাগজ পত্র দাখিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান শিক্ষককে নির্দেশনা দেওয়া হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *