বগুড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর চেষ্টা, ৪ লাখ টাকা লুট

বগুড়া অফিস:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মদন মোহন মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর চেষ্টা ও নগদ ৪ লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বী পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাতটার দিকে সারিয়াকান্দি পৌর শহরের সাহাপাড়া মদন মোহন মন্দিরে এ ঘটনা ঘটে। ভোগের বাজার দিতে গিয়ে হামলার শিকার হন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অমলা কান্ত সাহা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেন।

অভিযুক্তরা হলেন- পৌর সদরের বাগবেড় এলাকার নিতাই মন্ডল, গৌর মন্ডল, নিমাই মন্ডল, গোকুল মন্ডল এবং উজ্জল মন্ডল। সনাতন ধর্মাবলম্বী এই পাঁচজন ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেছেন।

অভিযোগের বিবরণে জানা গেছে, সকালে ভোগের বাজার দিতে মন্দিরে যান অমলা কান্ত। এসময় মন্দিরের ভিতরে ঢুকে মেইনগেট ও প্রতিমা ভাঙচুর চেষ্টা করে অভিযুক্তরা। অমলা কান্তকে মারপিট করে ক্যাশবাক্স থেকে প্রায় ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলাকারীরা মন্দিরের কোনায় মাদক সেবনের আসর বসাতো। সেটি বন্ধ করে দেয়ায় হামলা করেছে বলে দাবি করেছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক। সম্প্রতি মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর ও দুটি টিউবওয়েল চুরি হয়। এই ঘটনার সঙ্গেও অভিযুক্তরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সারিয়াকান্দি থানার ওসি জামিরুল ইসলাম জানান, মন্দির কমিটির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *