ইসলামী যুব আন্দোলন এর পরিচিতি সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে ইসলামী যুব আন্দোলনে সদ্য গঠিত নতুন কমিটির পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল শনিবার সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় ঈদ-গাঁহ ময়দান সংলগ্ন কার্যালয়ে পরিচিতি ও প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করেন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোঃ নাজমুল কবিরাজ।
ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ মাহবুব আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, তরিঘরি না করে সংস্কার শেষে যৌতিক সময়ে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলনের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আল আমিন, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ নাজমুল হাসান প্রমুখ।