জয়পুরহাটে ব্যবসায়ীদের কমপ্লিট সাটডাউন ও অবস্থান কর্মসূচী পালন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট পৌরসভার অধীন মার্কেট ও দোকান সমূহের ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ২ ঘন্টাব্যাপী কমপ্লিট সার্টডাউন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ব্যবসায়ীরা।
জয়পুরহাট পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ সময় পৌরসভা নিয়ন্ত্রনাধীন সকল মার্কেট ও দোকান বন্ধ রাখা হয়।
অবস্থান র্কসূচীতে মার্কেট ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায় এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু, ওবাইদুর রহমান টিসু, উপদেষ্টা শাহজাহান আলী, সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, মাওলানা সাইদুর রহমান সহ অন্যন্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
অবস্থান র্কসূচী শেষে পৌর মার্কেটের ভাড়া প্রতিবর্গফুট ৩ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়ে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।