বগুড়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়ার জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এসময় প্রধান অতিথি বলেন, সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ নিতে হবে। পরিবেশ পরিস্থিতি বুঝে বিভিন্ন সময়ে কর্মসূচি নির্ধারণ করা। সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিতে হবে।
তিনি আরো বলেন, ২০০১ সালের পর থেকে কোনো নির্বাচন সঠিক হয়নি। শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে। দিনে ভোট হলে তাকে দেশ ছেড়ে অনেক আগেই বিদায় নিতে হতো। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি আহ্বান জানান।
জেলা সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ ও জেলা সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
উক্ত শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলার আমীর, সেক্রেটারি ও সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।