জয়পুরহাটে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা
অনলাইন ডেস্ক:
স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি এ শ্লোগান নিয়ে জয়পুরহাটে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সমাজ সেবা অধিদপ্তর জয়পুরহাট এর সহকারী পরিচালক সালেকুল ইসলাম, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জাকস এর নির্বাহী পরিচালক নুরুল আমিন, এসো’র নির্বাহী পরিচালক আব্দুল মতিন, প্রতিবন্ধি স্কুলের শিক্ষক হরিপাল চন্দ্র পাহান সহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, দেশে অটিস্টিক তথা প্রতিবন্ধী শিশুর সংখ্যা আনুমানিক দেড় লাখ। বাংলাদেশে ৯ দশমিক ৭ শতাংশ মানুষ প্রতিবন্ধী। এ সব বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে সবাইকে থাকার আহবান জানানো হয়।