বিরামপুরে ছিনতাইয়ের সময় এক ভুয়া সেনা সদস্য আটক
দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে ২২ (মে) রাতে বিরামপুর পৌর শহরের শান্তিমোড় (মাহামুদপুর) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় আরও তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমান (২৫) উপজেলার কসবা সাগরপুর (পাঠানছড়া বাজারের পাশে) গ্রামের মৃত রফিতুল্লাহ মন্ডলের ছেলে।
গ্রেপ্তারকৃত ভুয়া সেনা সদস্য মো. আব্দুল কাদের ওরফে রোমানের দেহ তল্লাশি করে একটি সেনাবাহিনীর পরিচয়পত্র (আইডি কার্ড) ও একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সেনাবাহিনীর সদস্য নয় বলে স্বীকার করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক।
ওসি আরও জানান, ছিনতাইয়ের চেষ্টা ও সেনাবাহিনীর ছদ্মবেশ ধারণ সংক্রান্ত মামলা (বিরামপুর মামলা নম্বর-৩০) রুজু করে গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার দিনাজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। আর পলাতক আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত আছে।