পাঁচবিবি পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি ও ওয়ার্ড নেতৃবৃন্দদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার দুপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি-র আহবায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, মুঞ্জুরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, সাবেক ছাত্র নেতা জনাবুর রহমান জনি প্রমুখ।