জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে অধিকার এখানে, এখনই প্রকল্পের উদ্যোগে যুবদের জন্য হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে যুবদের জন্য হাতে তৈরি মাসিক স্বাস্থ্য সামগ্রী তৈরির কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে কলমে শিখিয়ে দেওয়া হয় মাসিক স্বাস্থ্য সামগ্রী অর্থাৎ মাসিকের সময় ব্যবহার করার জন্য কাপড় দিয়ে প্যাড তৈরি করার প্রক্রিয়া ।
এসময় উপস্থিত ছিলেন অধিকার এখানে, এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সূত্রধর, ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার নওগাঁ ফারজানা রেজা রুমি, জয়পুরহাট ডিস্ট্রিক্ট ইয়ুথ মবিলাইজার সম্রাট হোসেন, ইয়ুথ সদস্য শাহারুল হক, শামীম হোসেন প্রমুখ।
এই প্রশিক্ষনের ফলে অংশগ্রহণকারী কিশোর-কিশোরীর মধ্যে মাসিক ব্যবস্থাপনা সম্পর্কে স্পষ্ট ধারনা তৈরি হবে। স্যানিটারী ন্যাপকিন তৈরি ও ব্যবহারে ভুল ধারনা ও সামাজিক কুসংস্কার দুর হবে, মাসিক স্বাস্থ্য সামগ্রী অর্থাৎ মাসিকের সময় ব্যবহার করার জন্য কাপড় দিয়ে প্যাড তৈরি করে নিজেরা ব্যবহার করতে পারবে এবং নিজেরা উদ্যোক্তা হতে পারবে। এতে করে অংশগ্রহণকারীরা লাভবান হবে।
এই কর্মশালায় অংশগ্রহণ করে জয়পুরহাট জেলার ব্র্যাক অধিকার এখানে,এখনই(আরএইচআরএন২)প্রকল্পের ইয়ুথ গ্রুপ থেকে ২৫ জন যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।