তালিমুল ইসলাম একাডেমি সংস্কারে ১৫ লক্ষ টাকার বরাদ্দ
অনলাইন ডেস্ক:
মরহুম আব্বাস আলী খান প্রতিষ্ঠিত তালিমুল ইসলাম একাডেমি এন্ড কলেজ, জয়পুরহাট এর সংস্কার কাজের শুভ উদ্বোধন দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সংস্কার কাজের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগের অর্থায়নে ১৫ লক্ষ টাকার বরাদ্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুল মালেক মন্ডল, তালিমুল ইসলাম ট্রাস্টের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক হেলাল, ট্রাস্টের সদস্য সমাজকর্মী ও উদ্যোক্তা ইঞ্জিঃ মোঃ আব্দুল বাতেন, শিক্ষা প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ বায়জিদ বোস্তামী, ঠিকাদার প্রতিষ্ঠান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভারপ্রাপ্ত এবিএম সিদ্দিকুল্লাহ।