বিরামপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুরে বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন(বিজিজেএ) এর আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক মিলনমেলা, মুক্ত আলোচনা ও সেমিনারের আয়োজন করা হয়।
৩(মে) সোমবার সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়, মাওলা সুপার মার্কেট, ঢাকা মোড়, বিরামপুর, দিনাজপুরে সাংবাদিক মার্শেদ মানিক এর সভাপতিত্বে সকাল ১০.৩০ মিনিটে আলোচনা ও সেমিনারের শুরু হয়।
উক্ত সেমিনারে ” সাহসী নতুন বিশ্বে সংবাদ প্রতিবেদন- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার উপর” পতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রথম আলো বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী। মুক্ত আলোচনা পেশ করেন মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম, শহিদুল ইসলাম দেশ-রুপান্তর পঞ্চগড় প্রতিনিধি, মুশফিকুর রহমান মানিক অধ্যক্ষ বিরামপুর চাইল্ড কেয়ার ক্যাডেট একাডেমি, এনামুল হক আমার দেশ বিরামপুর উপজেলা প্রতিনিধি, সোহেল রানা এখন টিভি হিলি প্রতিনিধি মাহফুজুর রহমান প্রতিনিধি দিনাজপুর এক্সপ্রেস ফিরোজ কবির দৈনিক দেশ-রুপান্তর দিনাজপুর প্রতিনিধি মাহবুবুর রহমান দৈনিক কালের কন্ঠ বিরামপুর প্রতিনিধি ইব্রাহিম মিয়া দৈনিক বাংলাদেশ টুডে বিরামপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বৈশাখী টিভি হিলি প্রতিনিধি আকরাম হোসেন দৈনিক জনকণ্ঠ বিরামপুর উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম এনটিভি হাকিমপুর প্রতিনিধি আজিজুল হক দৈনিক সমকাল ফুলবাড়ি উপজেলা প্রতিনিধি ও বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকগন।
মুক্ত আলোচনায় বক্তরা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সকল প্রকার বাধা উপেক্ষা করে সহসিকতার সহিত সংবাদ প্রচার করতে হবে। গ্রাজুয়েট ডিগ্রির নিচে সাংবাদিক পেশায় অন্তর্ভুক্তির না করার বিষয়ে জোর দাবি জানানো হয়। সাগর- রুনি সহ যেসকল সাংবাদিক হত্যা হয়েছে তা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানো হয়। সঠিক সংবাদ প্রকাশে সকল প্রকার কালো আইন বাতিল করার দাবি জানানো হয়।
আলোচনারপূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিরামপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা মোড়ে এসে শেষ হয়।