জয়পুরহাটে কালাইয়ে শিবিরের শরবত বিতরণ কর্মসুচি পালন
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালাই উপজেলা শাখার উদ্যোগে গত ৪ মে রোববার দাখিল পরীক্ষার্থীদেরকে শরবত বিতরণ কর্মসুচি পালিত হয়েছে। কালাই উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা কেন্দ্রে সাড়ে চারশত দাখিল পরীক্ষার্থীদেরকে শরবত পান করান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কালাই উপজেলা শাখার কর্মীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা শিবির সাবেক সভাপতি ও জামায়াতের উলামা মাশায়েখ সভাপতি মাওলানা মোঃ মোজাফফর হোসেন, জয়পুরহাট জেলা শিবির নেতা আব্দুস সালাম, কালাই উপজেলা শিবির সভাপতি মোঃ সাকিব হাসান সহ স্থানীয় শিবিরের নেতৃবৃন্দ। শিবিরের এ প্রশংসিত উদ্দ্যোগ সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।