গাজীপুরে হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক:

গাজীপুরের চান্দনায় ০৪ মে, রবিবার এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন জুলাই বিপ্লবের অন্যতম শীর্ষ সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ। স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু দুষ্কৃতিকারী মোটরবাইকে করে তার গাড়ির পিছু নিয়েছিল এবং ধারালো অস্ত্র দিয়ে তার গাড়িতে আঘাত করা হয়।

সূত্রের খবর, হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে প্রায় ১০-১৫ জনের একটি দল ছিল। এই হামলায় হাসনাত আব্দুল্লাহ গুরুতর আহত হন নি তবে তার হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সর্বশেষ তথ্যমতে, তার অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে।

এ ঘটনা নিয়ে গাজীপুরের স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে। হামলার উদ্দেশ্য বা অন্যান্য বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

এদিকে, জাতীয় নাগরিক কমিটি এবং তার অনুসারীরা এই হামলার নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি করেছেন।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *