জয়পুরহাটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ এর উদ্বোধন

অনলাইন ডেস্ক:

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ আওতায় সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার  প্রশিক্ষণ এর উদ্বোধন করা  হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে জয়পুরহাট শহরের সিআরডি সুইমিং পুল এ প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়। মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সিআরডি সুইমিং পুল এর পরিচালক ডাঃ মনিরুজ্জামান মানিক,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদ  প্রমুখ।

প্রশিক্ষণে ৭০ জন খেলোয়াড় এর মধ্য ৪০ জন বাছাই পূর্বক চূড়ান্ত প্রশিক্ষণ এর জন্য মনোনীত হবে। ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *