বিএনপি ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর

অনলাইন ডেস্ক:

বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে  ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আমরা নারীদেরও ব্যবসায় সম্পৃক্ত করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা  ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে  বদ্ধপরিকর।

বৃহস্পতিবার  দুপুরে  জয়পুরহাট শহরের স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন  আয়োজিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক  আব্দুল ওহাব, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি  আনোয়ারুল হক আনু, সাবেক সভাপতি আমিনুল বারী প্রমুখ।

পরে অতিথিরা ব্যবসায়ীদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *