বিরামপুরে ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণে ৫০০ মিটার দূরত্বে ট্রেনে কাঁটা পড়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু ও একজন  ছেলে সন্তান আহতের ঘটনা ঘটেছে।

১১(মে) রবিবার বিরামপুর উপজেলার পৌর শহরের ২ নং ওয়ার্ডের পূর্ব জগন্নাথপুর(বসুন্ধরা) এলাকায় দুপুর  আনুমানিক ১.১৩ মিনিটে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী বাংলাবান্ধা ট্রেনের ধাক্কায় জালাল উদ্দীন ওরফে তামিম(২৭) নামে এক ব্যক্তি নিহত হয় এবং তার সাথে থাকা ছেলে আমীর হামজা(৩) আহত হয়। জালাল উদ্দীন ওরফে তামিম(৩৮) এর পিতা: আলা উদ্দিন গ্রাম: হিজলর টুক, উপজেলা: বিয়ানীবাজার জেলা: সিলেট। মৃত ব্যক্তি নির্মাণ শ্রমিকের কাজ করত। সে বিরামপুর উপজেলায় ১নং ওয়ার্ডর চককাই গ্রামে ঘরজামাই হিসেবে বর্তমান শ্বশুর রফিকুল ইসলামের বাড়িতে বসবাস করত।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় আমীর হামজা(৩) কে স্থানীয় লোকজন হসপিটালে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে হসপিটালে ভর্তি করেন। তার মাথায় ১২ টি সেলাই দেওয়া হয়।

বিরামপুর উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সহ: সাধারণ সম্পাদক শাহজাহান বাদশা খোকন বলেন, সে প্রতিনিয়ত ঢালাইয়ের কাজ করত। তার পূর্বের তালাকপ্রাপ্ত স্ত্রী হাফিজার সন্তান আমীর হামজা(৩) । তাকে নিয়ে পরিবারে বর্তমান স্ত্রী মোছা: বৃষ্টির সাথে পারিবারিক কলহ লেগেই থাকতো।

শ্বশুর রফিকুল ইসলাম বলেন, মেয়ে- জামাইয়ের মধ্যে তেমন কোনো সম্পর্কের ঘাটতি ছিলনা। জামাই কেন ট্রেনে কাঁটা পড়ে মৃত্যু বরণ করল সে বিষয়টি বুঝতে পারছি না।

পার্বতীপুর রেলওয়ে থানার হাকিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *