পরিচ্ছন্ন শহর গড়তে জয়পুরহাট পৌরসভা ও বেসরকারি কোম্পানির চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক:

পরিচ্ছন্ন জয়পুরহাট শহর গড়ার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনায় জয়পুরহাট পৌরসভা ও বেসরকারি কোম্পানি এয়ার ভেঞ্চার’স লিঃ এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বেসরকারি জাকস ফাউন্ডেশনে বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রুপান্তর প্রকল্পের আওতায় জয়পুরহাট পৌরসভা এবং এসএনভি এর যৌথ আয়োজনে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে জয়পুরহাট  পৌরসভার ৪ টি ওয়ার্ডে এই বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হবে।

চুক্তি স্বাক্ষর করেন জয়পুরহাট পৌরসভার পক্ষে  প্রশাসক মোহাঃ সবুর আলী এবং কোম্পানির  ব্যবস্থাপনা পরিচালক। স্থানীয় সরকার উপ পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মোহাঃ সবুর আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব, মিজানুর রহমান, উজ্জ্বল বাইন,  জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জাতীয় নাগরিক পার্টির সংগঠক ওমর আলী বাবু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহ আলম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ  রেজা, উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,এয়ার ভেঞ্চার’স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ইসহাক সরকার,  জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশমাশরেকুল আলম,সাধারণ সম্পাদক মাসুদ রানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসিবুল হক সানজিদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি, এনজিও প্রতিনিধি,গণমাধ্যম কর্মী,স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি  প্রমুখ।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের বর্তমান অবস্থা ও প্রাইভেট কোম্পানি নিযুক্তকরণের প্রয়োজনীয়তা উপস্থাপন করেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান এবং পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে এসএনভি এর ভূমিকা উপস্থাপন করেন এসএনভির বিজনেস এ্যাডভাইজর তানভরী আহমেদ চৌধুরী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *