যুব সমাজের উদ্যোগে ‘হিল ফুল ফজুল যুব সংঘ’ এর আত্মপ্রকাশ
অনলাইন ডেস্ক:
বগুড়া গণ্ডগ্রাম এলাকার যুবসমাজের উদ্যোগে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন হিসেবে ‘গণ্ডগ্রাম হিল ফুল ফজুল যুব সংঘ’ নামে এই সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার ১৬ ই মে বাদ জুম্মা, বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার, বগুড়া পৌরসভা ১৩ নং ওয়ার্ডের, গণ্ডগ্রাম এবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণে সম্মিলিত গ্রামবাসীর উপস্থিতিতে ও প্রত্যক্ষ সমর্থনে কমিটি গঠনের মাধ্যমে উক্ত সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
গণ্ডগ্রাম এলাকার সমবেত তিন শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে হাত তুলে সমর্থনে মাধ্যমে রায়হান আলী মণ্ডলকে সভাপতি নির্বাচিত করেন, এসময় একই প্রক্রিয়ায় মুসাদ্দিক হাসান সাকিবকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
বগুড়া পৌরসভার ১৩ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পলাশ, এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত কমিটি গঠন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ১৩ নং ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির সাহেব আলী, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, অধ্যাপক আব্দুস সালাম তুহিন,
এসময় প্রধান অতিথি অধ্যাপক আব্দুস সালাম তুহিন তার বক্তব্যে বলেন, “এদেশে অতিতে শিক্ষা ব্যবস্থার ধংসের মাধ্যমে যেমন শিক্ষার্থীদের অর্থব করার চক্রান্ত করা হয়েছিল, ঠিক তেমনি নেশা ও বিভিন্ন অশ্লীলতার মধ্যে ডুবিয়ে রেখে যুবসমাজকে ঘোর অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু বাংলাদেশের যুবসমাজের অন্তরের সুপ্ত ঈমানি চেতনা, এবং সকল শ্রেণীর আল্লাহ ভীরু জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা সেই অন্ধকার তৈরির কারিগরদের বিদায় করেছে”। তিনি আরো বলেন, “বাংলাদেশের জমিন হবে আল্লাহভীরু হক পন্থী বীর যুবসমাজের, কোনো রকম চক্রান্ত কারি বাতিলের দালালদের জায়গা এই পবিত্র ভূমিতে হবেনা”।
এসময় ১৩ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান পলাশ উপস্থিত সুধি জনদের উদ্দেশ্যে বলেন, “সমাজ পরিবর্তনের জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে, সমাজের সকল অসংগতি দুরকরে বৈষম্য মুক্ত এবং শ্রদ্ধাবোধ সম্পন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সমাজের অন্ধকার দুর করতে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নতি সাধন করতে যুবসমাজের এগিয়ে আসার বিকল্প নেই”।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ড জামায়াতের কর্ম পরিষদ সম্পাদক নাছরুল বারী, গণ্ডগ্রাম এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক শাহ আজিজ, এসময় আরো উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, তরিকুল ইসলাম আলো, মনির মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।