স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে হবে
অনলাইন ডেস্ক:
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, “জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে হবে।”
স্থানীয় নির্বাচন হলে জনগন ফ্যাসিবাদ মুক্ত তাদের প্রতিনিধি নির্বাচিত করে নিতে পারবে। তিনি শুক্রবার বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের রুকন শিক্ষা শিবির ২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুনসী আব্দুল বাসেত প্রমুখ।
প্রধান অতিথি বলেন ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ ও দেশের বাইরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সবাইকে সজাগ করে দিয়ে বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে উঠা ঐক্য আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রেরণা যোগাবে। যারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলে মহান আল্লাহ তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। তিনি দলের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য জোর দাবী জানান।