জয়পুরহাটে জেলা যুবদলের প্রস্তুতি সভা
অনলাইন ডেস্ক:
২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের চিনিকল মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন,পাবনা জেলা যুবদলের আহবায়ক হিমেল রানা, যুবদল রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মাহমুদুল সালেহীন, সহ সমন্বয়ক অ্যাডভোকেট তানভীর হাসান সোহেল প্রমুখ।