চার দফা দাবিতে জয়পুরহাটে ঔষুধ ব্যবসায়ীদের মানববন্ধন  

অনলাইন ডেস্ক:

ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেরত ও প্রতিস্থাপনসহ চার দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস্ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে জয়পুরহাট সদর পৌর কার্যকরি কমিটির প্রচারে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা কেমিস্টস এন্ড ড্রাগ্রিস্টস সমিতির সভাপতি রেজাউল করিম, সহ-সভাপতি কাজল আহমেদ, মতিউর রহমান মামুন ও ফারুক হোসেন, সদস্য রবিউল ইসলাম, আরাফাত হোসেন, আখতারুল ইসলাম, সোলায়মান আলী আনোয়ারসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানী কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ ও সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করতে হবে। তা না হলে আবারও আন্দোলন করার হুশিয়ারি দেন তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *