জয়পুরহাট পৌরসভার ৩ কিলোমিটার খাল পরিষ্কার অভিযান শুরু
অনলাইন ডেস্ক:
পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে জয়পুরহাট পৌরসভা। শনিবার সকালে স্কাউট,রোভার, বিডি ক্লিন এর সহযোগিতায় শহরের ট্রাক টার্মিনাল সংলগ্ন তিন কিলোমিটারের বেশি দীর্ঘ একটি খাল পরিষ্কার করার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিযানের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্তার চৌধুরী।
তিনি বলেন,শুধু খাল পরিষ্কার করলেই চলবে না, আমাদের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে। যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে এবং নিজেদের কে সচেতন হতে হবে। বর্ষাকালে জলাবদ্ধতা এড়াতে নালা, ড্রেন ও খালগুলো পরিষ্কার রাখা জরুরি।
এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহা: সবুর আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আবু জাফর মোঃ রেজা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আয়েশা সিদ্দিকা তাওহীদা, বিডি ক্লিন-এর উপদেষ্টা ও জয়পুরহাট আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক, প্রভাষক এ টি এম রাজিউর রহমান রুবেল, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবুল হাশেম, বিডি ক্লিন জয়পুরহাট এর সমন্বয়ক রাকিবুল হাসান প্রমুখ। জেলা স্কাউটস, রোভার ও বিডি ক্লিনের প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী এ কার্যক্রম করেন।