জয়পুরহাট জেলা নাগরিক কমিটির আয়োজনে দোয়া ও আলোচনা সভা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুস সোবাহানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের জাকস ফাউন্ডেশনের হলরুমে জেলা নাগরিক কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা নাগরিক কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইমাম হাসেম।
শরিফুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, শহর সমাজ সেবা অফিসার শারমিন সুতলানা, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল রহমান বকুল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক (অব:) আবু বকর, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ মেহেদী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মাওলানা লোকমান হোসেন।