বগুড়ায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টে শহীদ শিমুল একাদশ চ্যাম্পিয়ন

বগুড়া অফিস:

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন আয়োজিত মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ শিমুল একাদশ। ফাইনালে তারা শহীদ রাতুল একাদশকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আল-আমিন ম্যান অব দ্য ফাইনাল এবং ম্যান অব দ্য টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে শহীদ শিমুল একাদশের বিপক্ষে টসে জিতে শহীদ রাতুল একাদশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৭১ রান সংগ্রহ করে। দলের পক্ষে স্বরণ সর্বোচ্চ ৩৫ রান করেন। শহীদ শিমুল একাদশের আল-আমিন মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া মামুন, মীর হায়দার, রিয়াদ এবং সাইফুল একটি করে উইকেট পেয়েছেন। জবাবে শহীদ শিমুল একাদশ ৭ দশমিক ৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয়। আল-আমিন বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতেও দূর্দান্ত পারফরমেন্স করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানে অপরাজিত ছিলেন তিনি। রিয়াদের ব্যাট থেকে আসে অপরাজিত ২৩ রান। বিজয়ী দলের আল-আমিন অলরাউন্ড নৈপূন্যে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। সেই সাথে পুরো টুর্ণামেন্টে বল ও ব্যাট হাতে দাপট দেখিয়ে ম্যান অব দ্য টুর্ণামেন্টের ট্রফিও গেছে তার দখলে। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন খালেদ মাহমুদ রুবেল ও বিপুল। স্কোরারের দায়িত্বে ছিলেন জি আর কানু।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, বগুড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বগুড়া জেলা বাস-মিনিবাস মালিক সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারন সম্পাদক এরশাদুল বারী এরশাদ, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস, সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খালেদ মাহমুদ রুবেল। বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘলের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মতিউল ইসলাম সাদী, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, শহীদ রাতুল একাদশের অধিনায়ক রাহাত রিটু, শহীদ শিমুল একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক এইচ আলিম, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ বিপুল সংখ্যক মিডিয়াকর্মি উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *