জয়পুরহাটে ডেমক্রোসিওয়াচে’র সংলাপ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে রাজতৈনিক সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ ও প্রান্তিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় করনীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত।

মঙ্গলবার জয়পুরহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বে-সরকারী সংস্থা ডেমক্রোসিওয়াচ এর বাস্তবায়নে আস্থা’র নাগরিক প্লার্টফরমের জেলা সভাপতি রফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাসিবুল আলম, জয়পুরহাট প্রেসক্লা্েবর সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হোসেন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ও আরমান হোসেন হিরো, অধ্যক্ষ (অব) আশরাফ উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, এনসিপি জেলা সংগঠন ওমর আলী, যুব ফোরামের রাসেল আল রশিদ সহ অন্যান্য যুব সংগঠক।

অনুষ্ঠানে নির্ধারিত বিষয়ে কী-নোট পেপার উপস্থাপন করেন আস্থার ক্লাস্টার কো-অডিনেটর এস এম মহিউদ্দিন।সংলাপে আগামী নির্বাচনে স্থানীয় সহিংসতার বিরুদ্ধে জনগোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষার জন্য কি করা যেতে পারে সে বিষয়ে নির্বাচিত প্রতিনিধিরা মতামত প্রদান করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *